See how to create a badge style headline with html & css. (Video)

দেখে নিন কিভাবে html & css দিয়ে একটি badge style headline তৈরি করা যায়।

ওয়েব ডিজাইনার ও ডেভেলপার ভাই ও বোনদের আমার Advanced Css3 সিরিজ টিউটোরিয়ালে স্বাগতম।
এইচটিএমএল (HTML) এর অর্থ হচ্ছে Hyper Text Markup Language. এটা কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয়, মার্কআপ ল্যাংগুয়েজ।
ওয়েব ডেভেলপার হতে হলে এই ল্যাংগুয়েজ টি সবার আগে ভালভাবে শিখতে হবে।তবে এটা শেখা খুব সহজ।
এটা শিখলেই আপনি একটা ওয়েব পেজ তৈরী করতে পারবেন। এরপর যদি সিএসএস শেখেন তাহলে ঐ পেজটিতে আরেকটু প্রান দিতে পারবেন
তারপর জাভাস্ক্রিপ্টের পালা, জাভাস্ক্রিপ্ট শিখে এর এপ্লিকেশন করলে আপনার ঐ ওয়েব পেজটি ডাইনামিক হওয়া শূরু হল। সবশেষে পিএইচপি + ডেটাবেস শিখলে আপনি পূর্নাঙ্গ ডেটাবেস Driven ওয়েবসাইট তৈরী করতে পারবেন।
আজকের টিউটোরিয়ালে আপনারা দেখবেন কিভাবে আপনার ওয়েব পেজ এ একটি সুন্দর ও কার্যকরী badge style headline তৈরি করা যায়।
এই টিউটরিয়ালের প্রতিটি step অনেক সহজ ও সাবলীলভাবে বর্ণনা করা হয়েছে যাতে আপনাদের বুঝতে অনেক সুবিধা হয়। যেহেতু এটি একটি লং টার্ম প্রসেস তাই এই টিউটরিয়ালটি ভিডিওতে করেছি।
নিচের ভিডিও থেকে দেখে নিন কিভাবে html & css দিয়ে একটি badge style headline তৈরি করা যায়।



Post a Comment

0 Comments