আজকে কিছু বেসিক এবং খুব সহজ কিছু পদ্ধিতি দেখাবো যেগুলো আপনার পিসিকে
স্লোর হাত থেকে বাঁচাবে। আমরা অনেকেই এর ভুক্তাভুক্তি। কিন্তু জানা সত্তেও
এই কাজ গুলো করি না। এর ফলে অনেক দিন ধরে উইন্ডোজ চালানোর পর দেখা যায়
আমাদের উইন্ডোজটি ধীরে ধীরে স্লো হয়ে যায়। এর কারণ কিছু ফাইল আমাদের
র্যামে জায়গা খেয়ে থাকে এবং তা দিন দিন বারতে থাকে, কিন্তু এই ফাইল গুলো
ওই সময়ের জন্য প্রয়োজন লাগে পরবর্তীতে লাগে না, ডিলিট করে দিলে পরে আবার
যখন ওই ফাইল রিলিটেড অ্যাপ্লিকেশান চালু করবেন অটো আবার ফাইল গুলো চলে
আসবে।
এই পোস্টটি মুলত নতুন পিসি ইউজারদের জন্য। যারা বেশি দিন হয়নি পিসি
কিনেছেন এই কাজ গুলো করলে আপনার পিসি কখনো স্লো হবে না আশা করি। নিচে
ভিডিওটি দেখে শিখে নিন এবং কোন সমস্যা কমেন্ট করবেন।
0 Comments