কম্পিউটার সিস্টেমের জায়গা বাঁচান
কম্পিউটারে কাজ করতে গিয়ে কখনো অনাকাঙ্ক্ষিতভাবে কম্পিউটার নষ্ট হয়ে গেলে অর্থাৎ ক্রাশ করলে কম্পিউটারে সিস্টেমে ‘ডাম্প’ ফাইল তৈরি করে। যদি ডাম্প ফাইল তৈরি হওয়া বন্ধ করে দেওয়া যায়, তাহলে সিস্টেমের অযথা জায়গা নষ্ট না হয়ে অনেক জায়গা খালি থাকবে। উইন্ডোজ ভিস্তা এবং ৭ অপারেটিং সিস্টেমে এ কাজটি সহজে করা যায়। এ জন্য Start থেকে Control Panel চালু করে Search বক্সে Advanced লিখুন। সার্চের ফলাফল থেকে View advanced system settings-এ ক্লিক করুন। নিচের Startup and Recovery থেকে Settings-এ ক্লিক করুন। এখানে Write debugging information থেকে None নির্বাচন করে ok চেপে বের হয়ে আসুন। তাহলে আর ডাম্প ফাইল তৈরি না হয়ে সিস্টেমের অযথা নষ্ট হওয়া জায়গা বেঁচে যাবে।
0 Comments