Windows 10 Keyboard Raccourcis

শর্টকাট মানেই তো সহজ পথ। তেমনি কি -বোর্ডের শর্টকাটের মাধ্যমে কম্পিউটারের অনেক কাজ করা যায় অতি সহজেই। এতে কাজে গতি বৃদ্ধির পাশাপাশি অনেক সময় বেঁচে যায়।
সম্প্রতি উন্মুক্ত হওয়া উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে যুক্ত হয়েছে বেশি কিছু নতুন কি-বোর্ড শর্টকাট। যেগুলো জানা থাকলে নতুন এ ওএস ব্যবহার করা হবে যাবে আরও সহজে।
নতুন বৈশিষ্ট্যগুলো ব্যবহারের জন্য রয়েছে নতুন নতুন শর্টকাট। এ টিউটোরিয়ালে উইন্ডোজ ১০-এর ১০টি শর্টকাট তুলে ধরা হলো। আপনাকে আর খুঁজে খুজে প্রতিটি শর্টকাট বের করতে হবে না।
Windows key +I চাপলে সেটিংস অপশন চালু হবে।
Windows key +A চাপলে নোটিফিকেশন সেন্টার খুলবে।
Windows key +Ctrl+Left চেপে ভার্চুয়াল ডেস্কটপ পরিবর্তন করে বামে যাওয়া যাবে।
Windows key +Ctrl+Right চেপে ভার্চুয়াল ডেস্কটপ পরিবর্তন করে ডানে যাওয়া যাবে।
Windows key +Ctrl+D চেপে নতুন ভার্চুয়াল ডেস্কটপ খোলা যাবে।
Windows key +Ctrl+F4 চেপে ভার্চুয়াল ডেস্কটপ বন্ধ করা যাবে।
Windows key + Left চেপে স্ন্যাপ উইন্ডো বাম সাইডে আনা যাবে।
Windows key + Right চেপে স্ন্যাপ উইন্ডো ডান সাইডে আনা যাবে।
Windows key + Tab চাপলে সব ভার্চুয়াল ডেস্কটপ একই সঙ্গে দেখা যাবে।
Windows key +S চাপলে ভয়েস কমান্ডের সেবা দিতে কর্টানা হাজির হবে।

Post a Comment

0 Comments