Web Design Home page or Index Page Tutorial (Part-06) - (Video)

ওয়েব ডিজাইন [পর্ব-০৬] :: হোম পেজ বা ইনডেক্স পেজের পরিপূর্ন স্ট্রাকচার ভিডিও টিউটোরিয়াল


বন্ধুরা আজ  আমি আপনাদের সাথে ওয়েব ডিজাইনের উপর তৈরি করা আমার ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল এর ৬ষ্ঠ পর্ব শেয়ার করলাম, আশা করছি যারা নতুন ওয়েব ডিজাইন শিখছেন তারা অনেক উপকার পাবেন।


কিছু কথাঃ- আমরা বিভিন্ন সময় ওয়েব ডিজাইন শেখার জন্য বিভিন্ন জায়গায় কোচিং করার জন্য যায়, অনেক যায়গা থেকে ভালো ফল পাই আবার অনেক যায়গা থেকে কোন কিছুই শিখতে পারিনা তাই আমি আপনাদের বলব বর্তমান সময়ে আপনারা কোন কোচিং সেন্টারে কোর্স করার জন্য না যেয়ে যদি আপনারা ইউটিউবে সেই বিষয়ে খোজ করেন তাহলে অনেক ভালো ভালো বাংলা, ইংলিশ বা অন্য ভাষায় তৈরি করা টিউটোরিয়াল পাবেন যেখান থেকে আপনি খুব সহজেই যে কোন বিষয়ে শিখতে পারবেন কোন বাধ্য বাধকতা ছাড়াই। তাই আমি আপনাদের বলব যদি আপনারা ওয়েব ডিজাইন শিখতে চান তাহলে কোন কোচিং সেন্টারে না যেয়ে আমার ধারাবাহিক টিউটোরিয়াল গুলা প্রথম থেকে দেখা শুরু করেন এবং আমি যেভাবে কাজ করতে বলব সে ভাবেই কাজ করেন তাহলে আপনারা অতি তারা তারি একজন সফল ওয়েব ডিজাইনার হতে পারবেন বলে আমি আশা করি।

Post a Comment

0 Comments