ফ্রিল্যান্সিং কি? কি কাজের মাধ্যমে শুরু করবো? ফ্রিল্যান্সিং শুরুর আগে কিছু কথা
- কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে স্বাধীন ভাবে কাজ করাকে বোঝায়।
- ইচ্ছা মতো ইনকামের সুযোগ ও আছে।
- স্বাধীনমনা লোকদের আয়ের জন্য এটা একটা সুবিধাজনক পন্থা।
- স্বাধীন পেশার কাজের পরিধি ও অনেক বেশি।
কি কাজের মাধ্যমে শুরু করবো??
যে
সকল
কাজ
বেশি
পাওয়া
যায়
……
- ওয়েবসাইট ডিজাইন
- ওয়েবসাইট ডেভেলপমেন্ট
- গ্রাফিক্স ডিজাইন
- অ্যাপ ডেভেলপমেন্ট
- সফটওয়্যার ডেভেলপমেন্ট
- অনলাইন মার্কেটিং
ফ্রিল্যান্সিং শুরুর আগে কিছু পরামর্শ
- প্রথমে আপনার পছন্দের ক্ষেত্রটি বাছাই করুন।
- ক্ষেত্রটির উপর আপনার দক্ষতা গড়ে তুলুন।
- কিছু Portfolio তৈরি করুন আর।
- প্রতিযোগিতা মূলক মূল্য নির্ধারণ করুন।
- প্রথম কাজ পেতে একটু সময় লেগে যেতে পারে, তাই হতাশ না হয়ে ধৈর্য্য ধরে আপনার কার্যক্রম চালিয়ে যান।
0 Comments