Google 6 secret tips

গুগল এর ৬ টি সিক্রেট টিপস যা হইত আপনি জানেন না।

আমি গুগল এর ৬ টি মজার এবং সিক্রেট টিপস দেখাবো।
সবগুলো টিপস এর জন্যে আপনারা গুগল এর হোমপেজ এ জাবেন এবং নিচে স্ক্রিনসট দেওয়া হল তা ফলো করুন।


১.Google Gravity
প্রথমে গুগল এর হোমপেজ এ যাবেন এবং সার্চ বার এ লিখবেন Google Gravity এবং তারপর I am Felling Lucky তে ক্লিকরবেন।
আর তারপর আপনার স্কিন দেখুন কি হয়।



২.pacman
পেকমেন গেমটি খেলা হয় নাই এমন লোক খুবই কমআছে।
আর সেই পেকমেন গমেটি এখন খুব সহজেই গুগল সার্চ এর মাধ্যমে খুবই সহজে খেলতে পারবেন।
সার্চ বার এ লিখুন pacman এবং সার্চ মারুন তারপর ক্লিক টু প্লে তে ক্লিক করুন।





3.Atari Breakout
সার্চ করুন Atari Breakout লিখে এবং তারপর ইমেজ ফিল্ড সিলেক্ট করুন ৩-৫ সেকেন্ড ওয়েট করুন আর দেখুন কি হয়।



4.zerg rush

খুবই মজাদার ভাবে আপনার কম্পিউটার স্ক্রিন ভেনিস হয়ে যাবে।
সার্চ বারে লিখুন zerg rush এবং সার্চ মারুন তারপর ইতিহাস আপনার স্ক্রিনে দেখুন।




5.Do A Barrel Roll

zerg rush এর মত এটিও একটি মজাদার টিপস।
Do A Barrel Roll এটি আপনার ডেক্সটপ স্ক্রিন কে ফোল্ড করবে।
কেবল মাত্র সার্চ করুন এবং দেখুন।








Post a Comment

0 Comments