Career facilities as a freelancer

ফ্রিল্যান্সার হিসাবে ক্যারিয়ার গড়ার সুবিধাসমূহ

একজন ফ্রিল্যান্সার কোন প্রতিষ্ঠান কিংবা সংস্থার সাথে দীর্ঘমেয়াদী চুক্তিতে কাজ না করে প্রজেক্ট ভিত্তিক কাজ করতে
পারেন (প্রজেক্ট ভিত্তিক কাজ হওয়ায় বিভিন্ন ধরণের কাজ করার সুবিধা বেশি এতে একঘেয়েমি আসে না কাজের প্রতি)।


 প্রজেক্ট ভিত্তিক কাজের দরুন একজন ফ্রিল্যান্সার একসাথে একাধিক প্রজেক্টে কাজ করতে পারেন এবং এর মাধ্যমে নিজের আয় এর মাত্রা ও বৃদ্ধি করতে পারেন।
 যেহেতু কোন প্রতিষ্ঠান কিংবা সংস্থার স্থায়ী চাকুরিজীবী নন সুতরাং কাজের জন্য নিজের পছন্দমতো সময় বেঁছে নিয়ার সুজগ আছে।
 কোলাহল মুক্ত পরিবেশে কাজ করার সুবিধা ভোগ করা যায়।
 এককভাবে কাজ করার পাশাপাশি একজন ফ্রিল্যান্সার ছোট পরিসরে দলবদ্ধ ভাবেও কাজ করতে পারেন। যার ফলে সল্প সময়ে অধিক পরিমান প্রজেক্ট সম্পন্ন করা সম্ভব আর সেই সাথে আয় এর মাত্রা ও বৃদ্ধি করতে পারেন।

Post a Comment

0 Comments